ডেভেলপমেন্ট আর প্রোগ্রামিং এর বাস্তবতা এবং উদ্দেশ্য

ডেভেলপমেন্ট আর প্রোগ্রামিং এর বাস্তবতা এবং উদ্দেশ্য

আমি এখন কিছু বিষাক্ত কথা বলবো - যা শুনে কারো খারাপ লাগতে পারে। কিন্তু যারা বাস্তবিক তারাই উপকৃত হবে। আমার মতামত আর চিন্তাধারা জাস্ট শেয়ার করলাম।

ডেভেলপমেন্ট আর প্রোগ্রামিং বলতে কি বুঝায় তা আমরা জানি মিডিয়ার উসিলায়। মিডিয়ায় দেখানো হয় - প্রোগ্রামিং আর ডেভেলপমেন্ট মানে 3 থেকে 6 মাস কোর্স করে কোডিং লেখা। কিন্তু বাস্তব সংজ্ঞা হলো - প্রোগ্রামিং মানে গণিতের সাহায্যে (কম্পিউটারে) কোনো সমস্যা সমাধান করা। ডেভেলপমেন্ট মানে হলো কোনো প্রোডাক্ট তৈরি করার সমাধান। এগুলো বিস্তর শাখা। 3 বা 6 মাসের কোর্স করে আপনি হয়তো অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু আপনি নতুন কিছু আবিস্কার করতে পারবেন না।

একটা জিনিস কি চিন্তা করেছেন - কেন আমাদের কে এরকম ভুল বিষয় শিখানো হয়!

রহস্য হলো আমাদের অবস্থা দেখেই সুযোগ পেয়ে আমেরিকা বা পশ্চিমারা এশিয়ার অবুঝদেরকে এরূপ বুঝানোর মাধ্যমে তাদের স্বার্থ হাসিল হচ্ছে আর উদ্ভাবন তারাই করছে। পাশাপাশি তাদের হাত ধরে আমাদের-ই কিছু ব্যাক্তি অর্থ উপার্জন করছে কোর্সের মাধ্যমে। দেখবেন তাদের দেশে এই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করে। আর আমরা শুধু কোর্স সেন্টার খুলে সেখানে বসে থাকি। এজন্যই সকল উদ্ভাবন তাদের কাছ থেকে হয় - আমরা তাদের হাত ধরে থাকছি কারণ আমরা কখনো বাস্তব উদ্যোগ নেয়নি। আপনি কি মনে করেন - এই কোর্সের মাধ্যমে শিখে টাকা আয় করবেন! বাস্তবতা দেখুন, কেন ফেসবুক আর গুগল তাদের ই হতে। কারণ আমরা উদ্ভাবন থেকে উপার্জন কে মূল্য দেই। ফলে তাদের উদ্দেশ্য (নতুন উদ্ভাবন) আমাদের দ্বারা হবে না বলেই তারা ওই দিকের নেটওয়ার্ক এর সাথে হাত মিলায়। যদি আমরাও সফটওয়্যার সৈনিক হতাম তাহলে তারা আগেই আমাদের কাছে ছুটে আসত। হ্যা, উপার্জন করুন কারণ উপার্জন করা পরিবারের প্রধান মুসলমানের ও দায়িত্ব। কিন্তু মনে রাখতে হবে ব্যাবসা থেকেও উদ্ভাবন গুরুত্বপূর্ন।

ইসলামে রাসূল সাঃ ব্যাবসা করতে তাগিদ দিয়েছেন, কিন্তু উদ্ভাবন করতে স্বয়ং আল্লাহ কুরআনে বলেছেন তোমরা চিন্তা করো। রাসূল সাঃ তো সেই বানীর ই বার্তাবাহক। কিভাবে চিন্তা করেন শুধু ব্যাবসা করে জীবন কাটাবো। আপনি মুসলমান হলে তো আপনাকে জবাবদিহি করা হবে জাতির দুঃখে আপনি কি করেছেন (কিছু উদ্ভাবন করছেন যা জাতির কষ্ট কমিয়েছে)। এই উদ্ভাবন যে কোনো কিছুর হতে পারে। তবে প্রোগ্রামিং বা ডেভলপমেন্ট সেক্টরের উদ্দেশ্যই হলো নতুন কিছু করা সমাধানের মাধ্যমে, সেখানে শুধু কোর্স করে স্কিল অন্যের কাছে বিক্রি করলে চলবে না - নতুন কিছু উদ্ভাবনের মানসিকতা থাকতে হবে।

বিশ্বাস করুন আপনার দ্বারাই সম্ভব হবে। আপনি যদি সত্যিকার একজন মুসলমান হয়ে থাকেন আপনি তো মুসলিম পূর্ব-পুরুষদের মতো অনেক কিছু উদ্ভাবন করার মানসিকতা রাখবেন।

কিছু স্কলার হয়তো বলবে, এগুলো করা হারাম। বিশ্বাস করেন, তারা নিজেদের জন্য ইসলাম কে হালাল বানায়, যা তারা করেনা বা পারেনা তাকে হারাম বলে ফতোয়া দেয়। তারা বলবে, এগুলো না করে ব্যাবসা করো শুধু, কারণ তারাও ব্যাবসা করে। কিন্তু ইসলাম কখনো এক বিষয়ে আটকে থাকেনা, ইসলাম সব বিষয় নিয়ে কথা বলে। ডেভেলপমেন্ট আর প্রোগ্রামিং করা হারাম নয়, হারাম সেগুলোই যেগুলো আল্লাহ ও তার রাসূল সাঃ নিষেধ করেছেন। আপনার কাজ আর উদ্দেশ্যের উপর নির্ভর করে হালাল আর হারাম।

যদি কোনো প্রকার ভুল খুঁজে পান কমেন্টে জানান। আর কোনো মত বা বিপরীত মত থাকলেও কমেন্টে জানাতে পারেন।