Philosophy of Science: বিজ্ঞানকে যেভাবে দেখবো

প্রাথমিক কথা

সালামুন আলাইকুম। আমরা জানি, বিজ্ঞান হচ্ছে জ্ঞানের এমন এক শাখা যা মূলত এই দুনিয়ার বস্তুজগতকে ব্যাখ্যা করে। বিভিন্ন এক্সপেরিমেন্ট বা পরীক্ষা থেকে প্রাপ্ত ঘটনাকে ব্যাখ্যা করা প্রয়োজন হয়। আর পশ্চিমা মতবাদে, তারা কেবল পঞ্চইন্দ্রিয় এর মাধ্যমেই থিওরি প্রদান করে। কিন্তু এমন অনেক জিনিস আছে যা বস্তুজগতে দৃশ্যমান নয় - যেগুলো ব্যাখ্যা করতে আকল বা বুদ্ধি লাগে। আজকে আমি এই দর্শন নিয়েই কিছু কথা বলবো এবং আমাদের পূর্বপুরুষ মুসলিমরা যেভাবে বিজ্ঞানে অবদান রেখেছেন তার পিছনের মূল কারণ বিশ্লেষণ করবো।

কুরআনে বিজ্ঞানের দর্শন

মহাগ্রন্থ আল কুরআনে অসংখ্যবার আমাদেরকে চিন্তা করতে উৎসাহিত করা হয়েছে, এমনকি প্রকৃতি নিয়ে চিন্তা ও গবেষণা করতেও বলা হয়েছে।

  1. (৫১:২০-২১)

  2. (৭:১৮৫)

এমনকি গবেষণা করে আল্লাহর নিদর্শনগুলোর মাধ্যমে তার নৈকট্য লাভ করতেও বলা হয়েছে এবং এটা আমাদের সীমাবদ্ধ জ্ঞানের ভেতরে সম্ভব বলেই উৎসাহ দেওয়া হয়েছে।

  1. (১০:১০১)

  2. (১৩:২)

  3. (১৬:১২-১৪)

এখন আসি, কুরআন কিভাবে আমাদেরকে চিন্তা করতে বলেছে? আল কুরআন অনুযায়ী, বিজ্ঞান বা প্রকৃতি নিয়ে গবেষণা করার উপাদান দুটি -

  • আমাদের আকল বা বুদ্ধি

  • এবং আমাদের পঞ্চইন্দ্রিয়

প্রকৃতিকে বুঝার অন্যতম মাধ্যম হচ্ছে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। অতঃপর সেগুলোকে বুঝতে আমরা যদি আমাদের আকলকে না করে কেবল পঞ্চইন্দ্রিয়কে ব্যাবহার করি, তাহলে পশুপাখি আর আমাদের মাঝে কোনো পার্থক্যই রইল না।

  1. (৭:১৭৯)

  2. (:১৯০-১৯১)

#philosophy #science #view #opinion #knowledge

Mohammad Sefatullah